বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৪৫ হাজারের বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৩:৪৬ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস মহামারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুসংখ্যা ১ লাখ ৪৫ হাজারের বেশি।বলতে গেলে, কোভিড-১৯ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। -পার্সটুডে

দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ক্রমেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৪১৪ জন মারা গেছে। অপরদিকে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৬২ হাজার ৮৫৯। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে কোভিড থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৮ লাখ ৯৮ হাজার ১৮০ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১৯ হাজার ৫৫০। এর মধ্যে মারা গেছে কমপক্ষে ১ লাখ ৪২ হাজার ৩৫০ জন। এদিকে এসব কিছুর জন্য দায়ী করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। বিরোধী দল এটিকে ট্রাম্পের ব্যর্থতা বলেও দাবি করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন