রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

টনসিলের ফোঁড়া

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

তীব্র প্রদাহের ফলে টনসিলের উপরে ও আশপাশে এবং টনসিলের ক্যাপসুলের পাশে পুঁজ জমা যাকে পেরিটনসিলার অ্যাবসেস বলা হয়। যথাযথ চিকিৎসা না করালে টনসিলের ইনফেক্শনের জটিলতা থেকে এ রোগ হতে পারে। এ রোগে তীব্র গলা ব্যথা ও জ্বর হয়। গলা ব্যথার জন্য কিছু গিলতে কষ্ট হয়, এমনকি অনেক সময় মুখ হা করতে পারে না। টনসিলের ফোঁড়া সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা সংক্রমিত হয়। টনসিলাইটিস বা টনসিলে প্রদাহ যদিও দুইপাশে হয় কিন্তু পেরিটনসিলার অ্যাবসেস সবসময় একপাশে হয়ে থাকে।

রোগের লক্ষণসমূহ
টনসিলের ফোঁড়া প্রাপ্তবয়স্কদের বেশি হয়
তীব্র গলা ব্যথা
উচ্চ তাপমাত্রা ( ১০৩ ঋ- ১০৪ ঋ )
খাবার খেতে কষ্ট ও মুখ হা করতে অসুবিধা হয়
কানে ব্যথা হতে পারে।
মুখ দিয়ে লালা বের হয় ও কণ্ঠস্বর ভারী হয়ে যেতে পারে
মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে।
রোগীর গলা পরীক্ষা করলে দেখা যাবে টনসিল ও টনসিলের উপরিভাগ, তালু লাল হয়ে ফুলে আছে। চিকিৎসা বিলম্ব করলে রোগীর মুখ হা করতে কষ্ট হয় এবং আরো বিলম্ব হলে ফোঁড়াটা ফেটে পুঁজ বের হয়ে আসতে পারে।
জটিলতাসমূহ
ইনফেকশন শ্বাসনালী পর্যন্ত ছড়ায়ে শ্বাসকস্ট হতে পারে
গলাতে সেলুলাইটিস হতে পারে
 সেপ্টেসেমিয়া বা ইনফেকশন সমগ্র শরীরে ছড়াতে পারে
পুঁজ ফুসফুসে গেলে নিউমোনিয়া হতে পারে।
চিকিৎসা
ছোট অপারেশনের মাধ্যমে কেটে পুঁজ বের করে দিতে হবে
কাল বিলম্ব না করে প্রথমে এন্টিবায়োটিক ইনজেকশন এবং পরে মুখে খাবার এন্টিবায়োটিক দিতে হবে
ব্যথার জন্য ঔষধ দিতে হবে
 এন্টিসেপটিক দিয়ে গড়াগড়া করতে হবে
ছয় সপ্তাহ পর টনসিল অপারেশন করে নিলে ভালো হয়, অন্যথায় একই সমস্যা পুনরায় হতে পারে।
ষ অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী
নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল,
রোড ৮, ধানমন্ডি, ঢাকা, ০১৯১৯ ২২২ ১৮২
ই-মেইলঃ ধষধসমরৎ.পযড়ফিযঁৎু০৭@মসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
রেজাউল করিম ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫১ পিএম says : 0
আমার টনসিল দিয়ে পুঁজ বের হয় এখন কি করতে হবে এবং কি ঔষধ সেবন করতে হবে
Total Reply(0)
রেজাউল করিম ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫১ পিএম says : 0
আমার টনসিল দিয়ে পুঁজ বের হয় এখন কি করতে হবে এবং কি ঔষধ সেবন করতে হবে
Total Reply(0)
তন্ময় সেন ১৪ জুলাই, ২০২১, ২:৫৩ পিএম says : 0
আমি টনসিলের জন্য Cefim3-200mg,fenadin120mg,Napa extend,maxima20mg,এগুলো খাইছি।এখনও কমে নাই। কি করব।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন