শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উল্লাপাড়ায় ৩০ জন ডাকাতসহ বাস আটক

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ ৩০ জন আন্তঃজেলা ডাকাতসহ একটি বাস আটক করেছে। এ সময় পুলিশ ডাকাতদের নিকট থেকে বাসের ভুয়া গাড়ির ১৫/২০টি নম্বর প্লেট, বাদ্যযন্ত্র, দেশীয় অস্ত্র, মুঠোফোন, বিভিন্ন ভুয়া কাগজপত্র উদ্ধার করে। জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের যাত্রীদের চলাফেরা, আচার আচরণে সন্দেহ হলে স্থানীয় জনগণ ও শ্রমিকরা বাসসহ যাত্রীদের আটক করে পুলিশে খবর দেয়। বাসটির নম্বর ঢাকা-মেট্টো-ক ১৪৮১০৫। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসসহ ওই ৩০ জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সড়ক, মহাসড়ক, বাস, হাইচ ও মাইক্রোবাসে যাত্রী তুলে ডাকাতি করাই তাদের পেশা। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে আটক গাড়িটির চালক পুলিশের কাছে স্বীকার করেছে এই গাড়িটির একাধিক নাম দিয়ে বিভিন্ন রুটে এ ডাকাতদল ডাকাতি করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন