নীলফামারীর ডোমার উপজেলায় সুমন হত্যা মামলার প্রধান আসামিসহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের মাষ্টারপাড়ার সুলতান উদ্দিন (৫০) তার স্ত্রী রুপিয়া বেগম (৪২) ও তার দুই ছেলে রাকিব হোসেন (২২) এবং খায়রুল ইসলাম (১৬)।
ডোমার থানা সূত্রে জানা যায়, সুমন হত্যা মামলার পলাতক আসামিদের তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর ইউনিয়নে তাদের অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার রাতে আক্কেলপুর থানা পুলিশের সহযোগিতায় ডোমার থানা পুলিশ তাদের গ্রেফতার করে। ঐ দিনই তাদের আক্কেলপুর থেকে ডোমার থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সুমন হত্যার পর হতে গ্রেফতাকৃতরা পলাতক ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অবস্থান করে। তারা বেশ কিছুদিন হতে তিলকপুর গ্রামে একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিল। তথ্য প্রযুক্তির সহায়তার তাদের অবস্থান শনাক্ত হলে দ্রুত তাদের গ্রেফতার করা হয়। গত ২৮ এপ্রিল উপজেলার গোমানাতী ইউনিয়নের ১ নং গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টিনে থাকা নিয়ে দুই পক্ষের মারামারিতে সুমন নামের এক যুবক নিহত হয়। এতে ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে সুমনের বাবা হারুন-অর রশীদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন