বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৪ জনের করোনা শনাক্ত জেলায় এখন পর্যন্ত ১৩২৭ জন পজেটিভ, মৃত্যু ২৯

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১১:০৪ এএম

কুষ্টিয়া জেলায় নতুন করে আরো ৩৪ জনের করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১৩২৭ জন কোভিড রোগী শনাক্ত হল। গতকাল পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২৯ জনের। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল শুক্রবার কোভিড ১৯ আপডেটে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার কুষ্টিয়ার ১৯৪ টি নমুনা ছিল। এতে জেলায় নতুন করে ৩৪ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া সদরের ৩টি ও দৌলতপুরের ১ টি মোট ৪টি নমুনার ফলাফল ফলোআপ পজিটিভ। নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুরে ১ জন, ভেড়ামারায় ২ জন, মিরপুরে ২ জন, সদরে ২৭ জন, খোকসায় ২ জন । নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৩ জন, মহিলা ১১ জন। কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১৩২৭ জন কোভিড রোগী সনাক্ত হল (বহিরাগত বাদে)। উপজেলা ভিত্তিক রোগী শনাক্তের মধ্যে দৌলতপুর ১৫৭, ভেড়ামারা ১০৪, মিরপুর ৭০, সদর ৭৬১, কুমারখালী ১৯১, খোকসা ৪৪ জন। এর মধ্যে পুরুষ রোগী ৯৬০ জন, নারী ৩৬৭ জন। সুস্থ হয়েছেন মোট ৮৪৯ জন (দৌলতপুর ১০৩, ভেড়ামারা ৯০, মিরপুর ৪৭, সদর ৪৯৪, কুমারখালী ৯১, খোকসা ২৪)। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪০৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন। মৃত – ২৯ জন (দৌলতপুর-২, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর-২১, কুমারখালী -৪, খোকসা-১)। খোকসার থানাপাড়ায় ৭৭ বছর বয়স্ক একজন পুরুষ রোগী মৃত্যুবরণ করেন। মৃত পুরুষ ২৫জন, মহিলা ৪ জন। কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত সন্দেহ জনক রোগীর নমুনা প্রেরন ৯১০২টি, ল্যাব রিপোর্ট প্রাপ্তি ৮৬৫৪ টি, ১৩২৭ টি পজিটিভ এবং ৭৩২৭ টি নেগেটিভ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন