রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে ‘স্যাটেলাইটে আঘাত করতে সক্ষম’ অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো, একে ‘উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা’ হিসেবে দেখছে তারা। বৃহস্পতিবার মার্কিন মহাকাশ বিষয়ক অধিদফতর রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে স্যাটেলাইট বিরোধী অস্ত্র পরীক্ষার অভিযোগ তোলে। একই সঙ্গে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেন ব্রিটেনের মহাকাশ বিষয়ক দফতর প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভে স্মিথ, ‘এ ধরনের কার্যক্রম মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারকে ঝুঁকির মুখে ফেলে।’ অবশ্য রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মহাকাশে শান্তিপূর্ণ উপায়ে গবেষণা ও এর অবৈষম্যম‚লক ব্যবহারের বাধ্যবাধকতা মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কেবল নিজেদের নতুন যন্ত্রপাতি পরীক্ষা করতে একটি নতুন প্রযুক্তির ব্যবহার তারা করেছে। মহাকাশে অবস্থিত কোনও যন্ত্রপাতি বা যানের ক্ষতি তারা করেনি। এতে তারা কোনও আন্তর্জাতিক নীতি বা আইন লঙ্ঘনও করেনি বলেছে মস্কো। আরটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন