শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লা পুলিশের ৮৩ সদস্যের প্লাজমা ডোনেট

সাদিক মামুন, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ১২:০২ এএম

করোনায় আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরে আসা কুমিল্লা জেলা পুলিশের ৮৩ সদস্য দুই দফায় ঢাকার রাজারবাগে পুলিশ হাসপাতাল ব্লাড ব্যাংকে তাদের প্লাজমা ডোনেট করেছেন। গতকাল ৫৬ সদস্য এবং এরআগে গত ৯ জুলাই ২৭ পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করে।

করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন। এ স্লােগানকে সামনে রেখে গতকাল সকালে কুমিল্লা পুলিশ লাইন্সে শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে করোনা জয়ী ৫৬ পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ঢাকার পথে বিদায় জানান, কুমিল্লা পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম।
এ সময় তিনি তার শুভেচ্ছা বক্তেব্যে দেশের যেকোনো দুর্যোগ ও সঙ্কটকালীন মূহুর্তে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, যত ঝুঁকিপূর্ণ হউক দায়িত্ব পালনে পুলিশ কখনো পিছপা হবে না। তিনি আরও বলেন, জেলা পুলিশের সুস্থ হওয়া করোনা জয়ী ৫৬ যোদ্ধা প্লাজমা ডোনেট করবে।
এর আগেও ২৭ সদস্য প্লাজমা ডোনেট করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাদের দেয়া প্লাজমায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠবে।
পরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অভিবাদন জানিয়ে প্লাজমা ডোনেটকারী পুলিশ সদস্যদের বাসে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, ডিআইও ওয়ান মাঈন উদ্দিন খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন