বগুড়া অফিস : নেশার টাকা সংগ্রহ করতেই সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার খাজরাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক (এএফপিআই) পদে কর্মরত সাইদুর রহমানকে (২৮) হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত গ্রেফতারকৃত শেরপুর থানার ধর্মপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহবুবকে (২৫) রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে সাইদুর রহমানকে হত্যার ঘটনার স্বীকার করে এবং বিজ্ঞ বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সে জানায় এ হত্যাকান্ডের সাথে শিশির নামে আরও একজন জড়িত রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে বগুড়ার সিনিয়র এএসপি সার্কেল ‘বি’ গাজিউর রহমান সাংবাদিকদেও জানান। পুলিশ সূত্র জানায়, গত ২২ জানুয়ারী সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীসহ আরও কয়েকজন নেশার টাকা সংগ্রহের জন্য কৌশলে সাইদুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে। পরে পুলিশ শেরপুর থানার দামোয়া গ্রামের একটি সীম ক্ষেত থেকে সাইদুরের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা সূত্র ধরে পুলিশ প্রায় এক বছর ধরে তদন্ত শেষে হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন