পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে নাজিরপুর বাসস্ট্যান্ডে লোকাল বাসের চাপায় ভ্যানচালক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার বেলা ১ টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পূর্ব বানিয়ারী গ্রামের ছবেদ আলী হাওলাদারের ছেলে গাউস হাওলাদার (৫৫) দিঘীরজান থেকে সিমেন্ট বোঝাই করে নাজিরপুর বাসস্ট্যান্ডের সামনে আসা মাত্র শৈলদাহ, পাটগাতি থেকে পিরোজপুরগামী আসা (চুয়াডাঙ্গা-ব-০০৩) নং ঘাতক লোকাল বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পিরোজপুরের দিকে চলে যায়। এসময় ছবেদ আলী হাওলাদারের ছেলে ভ্যানচালক গাউস হাওলাদার (৫৫) পাশে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ালের পাশে গিয়ে পরে থাকে। সাথে সাথে স্থানীয় কয়েকজন যুবক তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ভ্যানচালকের তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, এই ঘটনার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং হাসপাতালে যাই, মৃত. ভ্যানচালককে দেখলাম এবং আমরা আইনগত যা যা প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করবো, তারা যদি অভিযোগ দেয় সাথে সাথে আমরা মামলা নেবো। তবে ঘাতক বাস ও ড্রাইভারকে আমরা আটক করতে পারি নাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন