নাটোর জেলা সংবাদদাতা : সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে র্যাব-৫ বিভিন্ন শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ শুরু করেছে। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ এর নাটোর ইউনিটের কোম্পানী কমান্ড্যান্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজিনুর রহমান শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্ভোধন করেন। এ সময় তিনি বলেন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তারা বিভিন ধরণের শ্লোগান সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করছেন। পরে র্যাব সদস্যরা জনগণের মাঝে ও সড়কে চলাচলকারী যানবাহনে লিফলেট বিতরণ এবং গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার লাগায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন