শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পৌরবাসী উন্নয়ন ও করোনা প্রতিরোধে ক্লান্তিহীন ছুঁটে চলেছেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৬:২৬ পিএম

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার যাত্রা শুরু ২০০২ সালে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ২৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৬৫ হাজার ৭১৮ জন। মোট ভোটার ৩৩ হাজার ৯৭ জন।২০১৯ সালের মে মাসে পৌরসভাটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে মেয়রের দায়িত্ব পালন করছেন পৗর আওয়ামী লীগের সভাপতি এম, মোস্তফা। ২০১৬ সালের ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি’র প্রার্থী মো. আলমগীর বিএ-কে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হন।দায়িত্ব পালনের চার বছরে তিনি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়ন করেছেন। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, সড়কে বাতি স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অনেক কাজ হয়েছে।অপরদিকে, করোনা ভাইরাস পাদুর্ভাবের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন কর্মহীন মানুষের ঘরে ঘরে ছুঁটেছেন মেয়র।একজন করোনা যোদ্ধা হিসেবে পৌরসভার ৯টি ওয়ার্ডের আনাছে কানাছে মৃত্যুর ভয় উপেক্ষা করে রাতদিন জনগণের পাশে থেকে খাদ্য ও সচেতনতা তৈরীর কাজ করে যাচ্ছেন। জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিচ্ছেন বাজার গুলোতে। মেয়র এম,মোস্তফা বলেন, ‘দায়িত্ব পালনের চার বছরে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। পৌরসভাকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছি। বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছি। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে। শহরের সৌন্দর্য বর্ধনের জন্য ভাস্কর্য নির্মাণ করা হয়েছে । মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজও শুরু হবে শিগগিরই।’
মেয়র বলেন, ‘উন্নয়নমূলক কাজে আমার আন্তরিকতার কমতি নেই। চার সড়কের প্রবেশমুখে চারজন বিশিষ্ট ব্যক্তির নামে চারটি সুদৃশ্য গেট নির্মাণ করা হবে। মটুয়া এলাকায় দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ করা হবে। পৌর অডিটোরিয়াম নির্মাণ করার জন্য প্রস্তুতি থাকলেও জায়গার অভাবে পারিনি।’
মেয়র বলেন, ‘গত ৩০ বছরে যা হয়নি তা তিন বছরে করেছি। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের যে রূপরেখা দিয়েছেন সে লক্ষ্যে কাজ করছি। দলমত নির্বিশেষে সবাই এখন উন্নয়নের সুফল ভোগ করছেন। কেউ বঞ্চিত হওয়ার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার প্রায় শতভাগ পূরণ করেছি।। সর্বোপরি পৌরসভার মানন্নোয়ন করোনা ভাইরাস প্রতিরোধে আমার এবং আমার কাউন্সিলরদের আন্তরিকতার কমতি নেই। রাতদিন কাজ করে যাচ্ছি আমরা।’ তিনি বলেন, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই আমার ছুটে চলা। জনগণই আমার শক্তি।’ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা পৌরসভাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলেছেন,আমরা উন্নয়নের আরেক নাম বলতে এম,মোস্তফাকে বুঝি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন