স্টাফ রিপোর্টার : ‘জাতীয় ঐক্য হয়ে গেছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, শেখ হাসিনাকে বলতে চাই, কিভাবে জাতীয় ঐক্যে হলো? কোথায় জাতীয় ঐক্য? আমাদের সঙ্গে কথা বলেছেন? আমাদের সঙ্গে কথা না বলে কিভাবে জাতীয় ঐক্য হয়? গতকাল জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ‘দেশের বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর এজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। কারণ জাতীয় ঐক্য মানে জনগণের ঐক্য। একটি দলের ঐক্য নয়।
আওয়ামী লীগ ও বিএনপির ভুল রাজনীতির কারণেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে দাবি করে আ স ম রব বলেন, সরকার জঙ্গি দমনে ব্যর্থ। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গি ইস্যুকে জিইয়ে রাখতে চায়। এ কারণেই জঙ্গি দমনের নামে বিরোধী রাজনীতিকে দমন করছে। সরকারকে জাতীয় ঐক্যের ডাক দেয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার বৈঠকে সেনা বাহিনীসহ সকল আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দল, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিসহ দেশের সব পেশাজীবীর প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবে। আর এর উদ্যোগ সরকারকেই নিতে হবে। তিনি আরো জানান, আমরা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি। কারণ বর্তমান দুই জোটের প্রতি দেশের জনগণের বিশ্বাস নেই। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন