শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খ্রিস্টানচক্র মুসলিম দেশের মসজিদে হত্যাকা- চালাচ্ছে : মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পীর ছাহেব চরমোনাই (রহ.) ছাহেবজাদা ও খলিফা পীর ছাহেব চরমোনাই নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম দেশসমূহের বিভিন্ন মসজিদে হত্যাকা- চলছে। লা-মাজহাবীরা গোটা বিশ্বে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লা-মাজহাব গোষ্ঠীর ফেৎনা থেকে সর্তক থাকতে হবে। গত মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরার পালকি পার্টি সেন্টারে ইসলামী আন্দোলন দক্ষিণ কেরানীগঞ্জ  ও কেরানীগঞ্জ মডেল থানা শাখার যৌথ উদ্যোগে ‘‘লা-মাযহাবীদের ফিৎনা ও ওলামায়ে কেরামগণের করণীয়” শীর্ষক সর্বদলীয় ওলামা সমাবেশে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। মডেল থানা শাখার সভাপতি আলহাজ মুহাম্মাদ আবু হানিফ মিয়া সভাপতিত্বে ও ইসলামী আন্দোলনের তরুণ নেতা হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ  মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা মুফতি কামরুজ্জামান, মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা হারুণ ইসলামাবাদী, মাওলানা ইরফান বিন তোরাব আলী, মাওলানা গাজী আতাউর রহামন, ইসলামী আন্দোলন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সভাপতি  আলহাজ সুলতান আহমেদ খান। এছাড়া ওলামা সমাবেশে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার মোহতামিম ও মসজিদের খতিবগণ বক্তব্য রাখবেন। মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, তাগুতি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, মুসলমান নামধারী ইহুদী-নাসারাদের দালাল সম্পর্কে সতর্ক থাকতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন