শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মৌসুমি ভাইরাস নয়, প্রতি বছর আসবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাস মৌসুমি বা কোনো ঋতুর ভাইরাস নয়। ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে এটি হাজির হবে না। মঙ্গলবার জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস।
ব্রিফিংয়ে হ্যারিস বলেন, ‘মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে।’ তিনি বলেন, ‘জনসমাগম ভাইরাসের সংক্রমণে প্রভাব ফেলছে। সতর্কতা হিসেবে সবাই সামাজিক দূরত্ব অবলম্বন করছে না।’ তিনি আরও বলেন, ‘এই ভাইরাস সমস্ত আবহাওয়া পছন্দ করে, কিন্তু মূলত এটা যা পছন্দ করে তা হলো, যখন আমরা কারো সংস্পর্শে আসি। কারণ, তখন এটি আক্রমণ করতে পারে। তাই আসুন আমরা এটিকে সেই সুযোগ না দিই।’
সংক্রমণের বিষয়ে হ্যারিস বলেন, ‘এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।’ গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা। সূত্র : ইউএন নিউজ, আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Sheheli Mostofa ৩০ জুলাই, ২০২০, ১:০৮ এএম says : 0
If it's true, then it's really a good news
Total Reply(0)
Sheheli Mostofa ৩০ জুলাই, ২০২০, ১:০৮ এএম says : 0
If it's true, then it's really a good news
Total Reply(0)
মেহেদী ৩০ জুলাই, ২০২০, ১:২৪ এএম says : 0
আসলে করোনা বাইরাসের এখন পর্যন্ত রহস্যই উদঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা্
Total Reply(0)
বিবেক ৩০ জুলাই, ২০২০, ১:২৪ এএম says : 0
কথা যেন সত্য হয়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন