রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলি বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মধুপুর ইউপির আউলিয়াগঞ্জ উত্তর বাওচন্ডি মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মনারুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসি সূত্রে জানা যায়, গৃহবধূ কাজলি বেগম ঘরের বৈদ্যুতিক সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাকলাইন আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন