নাটোরের লালপুরে বিষধর সাপের কামড়ে স্বাধীন আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার কচুয়া গ্রামের সেন্টু আলীর ছেলে ও কচুয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। রবিবার (০২ আগষ্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার ২ আগষ্ট ভোর ৩টার দিকে স্বাধীন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলো এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বুঝতে পেরে পরিবারের লোকজন ভোর সাড়ে ৪টার দিকে স্বাধীনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সাপে কামড় দিয়েছে কিনা তা নিশ্চিত করতে না পারায় প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে বাড়িতে ফিরে আসে স্বাধীন। পরে ডান পায়ে হাটুর উপরে আঁচড় দেখে ঝাঁড়-ফুক দেয় কিন্তু তাতেও স্বাধীনের অবস্থা আরো অবনতি হতে থাকে। পরে রবিবার সন্ধ্যায় স্বাধীন মারা যায়।
স্থানীয় আড়বাব ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন