শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মিথ্যা ঘোষণায় ১৯ মেট্রিক টন কসমেটিক্স

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আনা ১৯ মেট্রিক টন কসমেটিক্সের একটি চালান জব্দ করেছে কাস্টসম কর্তৃপক্ষ। প্রায় ৯০ লাখ টাকা শুল্কফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় আনা চালানটি ঈদের আগে তড়িঘড়ি করে খালাস করার সময় তা আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, রাজধানীর উত্তর বাড্ডার এন বি এম কর্পোরেশন চীন থেকে মেশিন ও গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে। ২৯ জুলাই নগরীর সুগন্ধা এলাকার সিএন্ডএফ প্রতিষ্ঠান জে জে এস কাস্টম হাউসে বি/ই দাখিল করে। আমদানিকারক দ্রæত চালানটি খালাস করে নিতে চাইলে কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তাদের সন্দেহ হয়। ৩০ জুলাই সন্দেহজনক কন্টেইনারটি আটক করা হয়। পরদিন তাতে তল্লাশি চালিয়ে মিথ্যা ঘোষণায় আনা উচ্চ শুল্কের ১৯ টন কসমেটিক্স পাওয়া যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন