শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিলেটে ভার্সিটি ছাত্র মুন্না ৭ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুব ইকবাল মুন্নাকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম-১ এর বিচারক সাইফুজ্জামান হিরো মুন্নার রিমান্ড মঞ্জুর করেন।
মাহবুব ইকবাল মুন্না সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, মাহবুব ইকবাল মুন্নার ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ। তবে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত শনিবার রাতে দেশ ত্যাগের সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় মাহবুব ইকবাল মুন্না। পরদিন রোববার তাকে সিলেটে নিয়ে আসে কোতোয়ালী থানা পুলিশ। সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, মাহবুব ইকবাল মুন্নার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন আগে সিলেট নগরীর বন্দরবাজার জামে মসজিদের সামনে লিফলেট বিতরণকালে হিযবুত জঙ্গিরা র‌্যাবের উপর হামলা চালিয়েছিল। এ হামলার সাথেও মুন্না জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন