মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

গলায় কিছু আটকে গেলে

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

অন্যমনষ্কভাবে খাওয়ার সময় মাছের কাঁটা/মাংসের হাঁড় অথবা ছোট ছোট শিশুরা খেলার সময় কোন কিছু মুখে দিলে তা গলায় আটকে যেতে পারে। এটা একটা মেডিক্যাল ইমারজেন্সি। এমতাবস্থায় রোগীকে যত শীঘ্র সম্ভব হাসপাতালের জরুরী বিভাগে অথবা নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে।

কি কি গলায় আটকাতে পারে?

ধাতব মুদ্রা বা পয়সা
খেলনার ছোট ছোট অংশ
বাঁধানো দাঁত
মাছের কাঁটা
মাংসের হাঁড়
সুই/সেপ্টিপিন এবং আরো অনেক কিছু।

খাদ্যনালীর কোথায় আটকাতে পারে ঃ
গলবিল ও খাদ্যনালী এর সংযুক্ত স্থান হলো খাদ্যনালীর সবচেয়ে সংকীর্ণ জায়গা। এইখানেই বেশিরভাগ জিনিস আটকায়। এ ছাড়াও খাদ্যনালীতে চারটি সংকুচিত পয়েন্টে যে কোন কিছু আটকাতে পারে।
রোগের লক্ষণ সমূহঃ

রোগীর বা রোগীর লোকজন কোন কিছু খেয়ে ফেলার অথবা গলায় আটকে যাওয়ার কথা বলবে
ঢোক গিলতে অসুবিধা হতে পারে
গলা ব্যথা হতে পারে
অতিরিক্ত লালা বের হওয়া
বমি বমি ভাব হওয়া।

রোগ নির্ণয় করার উপায় ঃ
রোগের ইতিহাস নিয়ে বা লক্ষণ সমূহ থেকে
গলার বা বুকের এক্ররে করে দেখা যাবে
ইসোফ্যাগোস্কপির মাধ্যমে নিশ্চিত হতে পারি।

চিকিৎসা ঃ
যেহেতু এটি একটি মেডিক্যাল ইমারজেন্সি অবস্থা, সেজন্য রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এরপর সম্পূর্ণ অজ্ঞান করে ইসোফ্যাগোস্কপির (এন্ডোসকপি) মাধ্যমে খাদ্যনালীতে আটকানো জিনিস বের করতে হবে।

চিকিৎসা না করার ফলে কি কি অসুবধিা হতে পারে ?
খাদ্যনালীতে ইনফেক্শন হতে পারে
খাদ্যনালী ফুটা হয়ে ফুসফুসে ইনফেক্শন অথবা পুঁজ জমতে পারে। (যদি ধারালো কিছু হয়) এমনকি রোগী মৃত্যুবরণও করতে পারে।

অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী
নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল,
রোড ৮, ধানমন্ডি, ঢাকা, ০১৯১৯ ২২২ ১৮২
ই-মেইলঃ alamgir.chowdhury07@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন