রাজশাহীতে ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী ও রিমন নামের দুইজনকে ১৩টি টিকেটসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার গোধূলি মার্কেট থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনের টিকেট উদ্ধার করা হয়। ১৩টি টিকেটে ৪৫ যাত্রীর সিট ছিল।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রসূল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নগরীর গোধূলি মার্কেট থেকে ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে লিয়াকত ও রিমনকে ১৩টি টিকেটসহ আটক করা হয়। ১৩টি টিকেটে ৪৫ জনের সিট ছিল। টিকেটগুলো রাজশাহী থেকে ঢাকাগামী। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুসন্ধানে জানা গেছে, লিয়াকত আলী কিছু অসৎ কর্মকর্তাদের যোগসাজশে ট্রেনের টিকেট কালোবাজারি করে আসছিলেন। নন-এসির একেকটি টিকেট ১২শ’ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন বলে জানা গেছে। আর এসি টিকেট আরও বেশি দামে বিক্রি করেছেন। প্রত্যেকটি টিকেটের দাম ধরা হতো দুই থেকে তিনগুণ। এর সাথে আরও বেশ কিছু লোকজন জড়িত বলে অনুসন্ধানে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন