স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দলীয় নেতৃবৃন্দসহ দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিত্তবানসহ সকলকে বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মাওলানা ফজলুর রহমান। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে। এসব অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়ি-ঘর, ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে যাচ্ছে গবাদিপশুসহ সহায়-সম্বল। হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। অভাব-অনটনে বন্যাকবলিত মানুষের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সরকারিভাবে যে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কর্মকর্তাদের উদাসীনতায় কোনো কোনো অঞ্চলে সরকারি ত্রাণসামগ্রী এখনো পৌঁছেনি।
নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, বন্যায় যারা পানিবন্দী হয়ে পড়েছে তাদের দ্রুত উদ্ধার, তাদের জন্য খাদ্য এবং অসুস্থদের চিকিৎসা, গৃহহীনদের জন্য সাহায্য পাঠানোর দায়িত্ব আমাদের সকলের। কাজেই দেশের এই চরম দুর্যোগে দলীয় নেতৃবৃন্দসহ দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিত্তবানসহ সকলকে বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন