শুধুমাত্র একটি ১০০ সিসির মোটরসাইকেলের জন্য রাজশাহীর পুঠিয়া উপজেলার কলেজ ছাত্র সাইফ ইসলাম ওরফে সানি (২৪) হত্যার ঘটনা ঘটেছে। সানি বানেশ্বর থান্দারপাড়া এলাকার সিরাজুলের ছেলে ও নাটোর এনএস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।
তাকে চেতননাশক ওষুধ খাইয়ে গলা কেটে ও হাত পায়ের রগ কেটে নৃসংশভাবে হত্যা করা হয়। এ ঘটনায় চারঘাট থানা পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের মৃত খায়েরের ছেলে সাগর (২৩) ও একই এলাকার ইদল আলীর ছেলে সাকিব (২৪)। আজ রোববার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান এসপি মো. শহীদুল্লাহ বিপিএম।
তিনি জানান, গত শুক্রবার সাইফ ইসলাম সানিকে সাকিব কাজের কথা বলে তার দোকান হতে লাল রংয়ের হিরো ১০০ সিসি মটরসাইকেলসহ ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সানি নিখোঁজ ছিল । তবে শনিবার সানির লাশ পাওয়া যায় চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদ পাড়ার মোশাররফ হোসেনের কলা বাগানে । লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে সাকিবকে আসামী করে মামলা দায়ের হয়।
এদিকে সাকির গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া তার সহযােগী আসামী সাগর এর নাম ঠিকানাও জানায়। এরপর সাগরকেও গ্রেফতার করে পুলিশ।
তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে পুঠিয়া থানাধীণ বানেশ্বর বাজারের আক্কাস আলীর গ্যারেজ হতে সাইফ ইসলাম সানির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সাকিবের শয়ন ঘরের চৌকির বিছানার নিচ হতে মোটরসাইকেলের চাবী উদ্ধার করা হয় । তারা সানির মোটরসাইকেল হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যাকান্ড ঘটনায় বলে জানায়।
উল্লেখ্য, শনিবার দুপুরে চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদ পাড়ার কলাবাগান থেকে সানির লাশ উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন