বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে তিনদিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১১:০০ এএম

দারুল আরক্বম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ৮, ৯, ১০ আগস্ট এই তিনদিনের প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ হুফফাজুল কোরআন সংস্থার সভাপতি শায়েখ ইলিয়াস লাহোরী।

দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা কক্সবাজার ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠান হয়।

দারুল আরক্বম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ইউনুছ ফরাজির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন।

বিশেষ অতিথি ছিলেন লালদীঘি জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল হুদা।

উপস্থিত ছিলেন- হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা মুবিনুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট রিদওয়ানুল কবির, ক্বারি রফিকুল ইসলাম, মাওলানা জাফর আহমদ, মাওলানা মুফতি আব্দুল বাসেত নুমানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শায়েখ ইলিয়াস লাহোরী নিজের লব্ধ অভিজ্ঞতা বর্ণনা করেন।

পাশাপাশি সহিহ-শুদ্ধ কুরআন শেখাতে প্রশিক্ষণ কাজে লাগানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন