শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরব আমিরাত ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ালো ১ মাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসা নিয়ে অবস্থান করছেন এমন যারা আছেন, তাদের জন্য সুখবর হলো, ১ মার্চের পর মেয়াদ ফুরিয়ে গিয়ে থাকলে করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে সেসব ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।–খালিজ টাইমস

গতকাল সোমবার দেশটির ফেডারেলে অথোরিটি অব আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ এক ঘোষণায় এসব ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়, যা ১১ আগস্ট থেকে কার্যকর হবে। তাতে বলা হয়, মেয়াদ শেষ হয়ে গেলেও এই এক মাসের মধ্যে কোনো ধরনের জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবে এসব ভিসাধারী ব্যক্তিগণ। সংযুক্ত আরব আমিরাতে আইন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভ্রমণকারীরা দেশটিতে অবস্থান করলে প্রথম দিন ২০০ দিরহাম জরিমানা করা হয়, এরপর প্রতিদিন ১০০ দিরহাম করে জরিমানা চলতে থাকে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মার্চের আগে ভ্রমণভিসা নিয়ে প্রবেশ করা মানুষজনকে ১৮ আগস্টের মধ্যে দেশটি ছাড়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৭০৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন