বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাসূলপ্রেম ছড়িয়ে দিতে আমিরাতে আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতা, পুরস্কার ১০ লাখ দিরহাম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৮:২৩ এএম

সবার মাঝে মহানবী হজরত মোহাম্মদ সা:-এর ভালোবাসা ও মুহাব্বত ছড়িয়ে দিতে আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় বারের মতো শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার নাম ‘ফর দ্য লাভ অব দ্য প্রোফেট মোহাম্মদ সা:’।

মঙ্গলবার এক্সপ্রেজ নিউজ এ তথ্য নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের অন্তত ১০ লাখ দিরহাম পুরস্কার প্রদান করবে দেশটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে আরো জানা যায়, আমিরাত ছাড়াও বিশ্বের নানাপ্রান্তের রাসূলপ্রেমী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে চারটি ভিন্ন ভিন্ন বিভাগে। সেগুলো হলো- কবিতা, চিত্রকলা, ক্যালিওগ্রাফি ও মাল্টিমিডিয়া।

সংযুক্ত আরব আমিরাতের ‘আলবদর’ প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রেজিস্ট্রশন করার সুযোগ রয়েছে চলতি বছরের (২০২২ সাল) ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ফুজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামদ বিন মোহাম্মদ আশ শারকি মহনবী সা:-এর মহান শিক্ষা প্রসারে গবেষণা, সাহিত্য ও শৈল্পিক উপায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। একইসাথে গ্রহণ করেছেন বেশ কিছু উদ্যোগ। তিনি আগামী প্রজন্মের মাঝে রাসূল সা:-এর শিক্ষা ও ইসলামী ইতিহাস পাঠে আগ্রহ বাড়াতে উদ্যোগগুলো গ্রহণ করেছেন।

‘আলবদর’ অ্যাওয়ার্ডে আমিরাতের ৬ থেকে ১০ বছর বয়সী শিশু, ১১ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোর ও ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকেরা অংশ নিতে পারবে। আর বিদেশীদের ক্ষেত্রে বয়স ও দেশের কোনো শর্ত করা হয়নি; অর্থাৎ যেকোনো দেশের যেকেউ নাম লেখাতে পারবেন প্রতিযোগিতায়।

সূত্র : এক্সপ্রেস নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Dr.Mohammad solaiman Associate Professor Department of Arabic University of Chittagong ২৪ জুন, ২০২২, ৭:৩৩ পিএম says : 0
This message is very important for the Muslim Umma
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন