শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে সম্প্রতি জঙ্গিবাদের বিরুদ্ধে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বাঘৈর হাই স্কুল, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা,বাঘৈর মোনিয়া ইসলামিয়া মাদ্রাসা, বাঘৈর তালেমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, বাঘৈর জামিয়া ইসলামিয়া দারুল উলম মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ নুর আহমেদ ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর হাজী মোঃ জজ মিয়া প্রমুখ। এদিকে জঙ্গি তৎপরতা প্রতিরোধের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ নুর আহমেদ, আমির হোসেন মেম্বর, মোঃ বাবুল হোসেনসহ পরিষদের সকল মেম্বরগণ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন