হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সকদী রামপুর চান্দ্রা দরবার শরীফের পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল হযরতুল আল্লামা সাইফুল্লাহ নক্শবন্দী মোজাদ্দেদী (মাঃজিঃআঃ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার রাত ১১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বাদ জুমা চান্দ্রা দরবার শরীফ মসজিদ ও মাদ্রাসা মাঠে জানাজা শেষে দরবার শরীফ সংলগ্ন মসজিদের পাশে করব দেয়া হবে। মরহুমের জানাজায় সকল মুরিদান ও আশেকানগণকে হুজুরের জানাজায় অংশ করতে চান্দ্রা দরবার শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল হযরতুল আল্লামা সাইফুল্লাহ নক্শবন্দী মোজাদ্দেদী (মাঃজিঃআঃ) গত ২২ জুলাই শুক্রবার থেকে ধানমন্ডিস্থ গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন