মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যুবলীগ নেতা ডিজে শাকিলের যত অপকর্ম

সিরাজগঞ্জ থেকে সৈয়দ শামীম শিরাজী: | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

সিরাজগঞ্জের তাড়াশের রিশান গ্রুপের চেয়ারম্যান আলোচিত সেই ডি জে শাকিল প্রতারণার অভিযোগে গ্রেফতার।
তাড়াশ উপজেলা গেটে অবস্থিত রিশান গ্রুপের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেন বগুড়া ডিবি পুলিশ। এ সময় তার আরো দুই সহযোগী রিশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও একই উপজেলার কুসুম্বি গ্রামের আব্দুল মালেকের ছেলে হুমায়ন কবির লিমন ও এডমিন অফিসার নওগাঁ জেলার সাইফুল ইসলাম নামের এক প্রতারক কেউ গ্রেফতার করে ডিবি পুলিশ।
জানা গেছে, ডি জে শাকিল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্রিকায় সরকারী-বেসরকারী চাকরির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বেকার যুবকদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে ব্যবসা-বাণিজ্য,বাড়ি নির্মানসহ বড় বড় লোন পাইয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করে সর্বশান্ত করেছে অনেক মানুষ কে। আর এ কাজে তিনি বিশ্বাস অর্জনের জন্য ব্যবহার করতেন বিভিন্ন এমপি, মন্ত্রীদের নাম। কখনো প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো সাংবাদিক-সম্পাদকের পরিচয়ে লোকজনকে প্রতারণা ও জালিয়াতির ফাঁদে আটকাতে চালিয়েছেন ব্যাপক প্রচারণা।
অনেকগুলো অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা হিসেবেও লোকজন তার নাম শুনেছে। মানুষের চোখে ভেলকি লাগাতে দেশের প্রায় সব মন্ত্রণালয়ের সিলমোহর, লেটার হেড বানিয়ে নিয়েছিলেন তিনি। চাকরি না পেয়ে প্রার্থীরা টাকা ফেরত চাইলে উল্টো তাদের দেওয়া হতো হুমকি। এছাড়াও ৫৭ টা অনলাইন পত্রিকার মালিক বলে দাবি করতেন ডি জে শাকিল।
ডি জে শাকিল তাড়াশ উপজেলার কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফার ছেলে ও তাড়াশ উপজেলা যুবলীগের সহ সভাপতি।
এ ব্যাপারে বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন বলেন, বগুড়াতে প্রতরণা ও ডিজিটাল মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রতারনার কাজে ব্যবহৃত কম্পিউটার সহ বেশ কিছু কাগজ পত্র । জিজ্ঞাসার বাদ শেষে বিস্তারিত জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Sheikh Zehadul Islam ১৫ আগস্ট, ২০২০, ৩:৪৮ এএম says : 0
ভাই ২ লাখ খেয়ে দিছে আমার সাইফুল ইসলাম ম্যানেজার ডিজে শাকিলের মামলা দিছি ঠ্যালা বুঝবে এবার
Total Reply(0)
Mohan Arjo ১৫ আগস্ট, ২০২০, ৩:৪৮ এএম says : 0
এরাই তো ভবিষ্যত
Total Reply(0)
মোঃ তোফায়েল হোসেন ১৫ আগস্ট, ২০২০, ৩:৫০ এএম says : 0
এ দেখি আরেক সাহেদ করিম। বিচার না থাকায় এরা অপকর্ম বন্ধ করেনি।
Total Reply(0)
কামাল রাহী ১৫ আগস্ট, ২০২০, ৩:৫০ এএম says : 0
আজ দেশে আইনের শাসন না থাকায় এই ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না।
Total Reply(0)
মেহেদী ১৫ আগস্ট, ২০২০, ৩:৫১ এএম says : 0
সাবরিনা, সাহেদের অপকর্মের পর এবার ডিজে শাকিলের অপকর্ম। এভাবেই বছর ভর অপকর্ম আবিষ্কার হবে কিন্তু কারোর বিচার হবে না।
Total Reply(0)
তোফাজ্জল হোসেন ১৫ আগস্ট, ২০২০, ৩:৫২ এএম says : 0
ডিজে শাকিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক। নাহলে অন্যান্য দুর্নীতিবান নেতারা শিক্ষা পাবে না।
Total Reply(0)
মোঃ তোফায়েল হোসেন ১৫ আগস্ট, ২০২০, ৩:৫৩ এএম says : 0
তাকে ডিজে শাকিল না বলে দুর্নীতিবাজ শাকিল বললে ভালো হয়।
Total Reply(0)
কামাল ১৫ আগস্ট, ২০২০, ৩:৫৩ এএম says : 0
ক্ষমতার অপব্যবহার করে ওরা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে।
Total Reply(0)
জাবের পিনটু ১৫ আগস্ট, ২০২০, ৩:৫৩ এএম says : 0
হে আল্লাহ তুমি এদের হাত থেকে আমাদের কবে মুক্তি দিবা।
Total Reply(0)
রেজাউল হাসান ১৫ আগস্ট, ২০২০, ৭:১০ এএম says : 0
এরকম কিছু নেতার কারণে দলের দুর্নাম হচ্ছে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন