শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মর্মান্তিক ঘটনা যোগিরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

কিশোরীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ডরা। তবে শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি তারা, ওই কিশোরীর জিভ কেটে চোখজোড়াও উপড়ে ফেলে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে যোগি রাজ্য উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরি জেলায়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রামেরই একটি আখক্ষেত থেকে ওই কিশোরী দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত ধর্ষণের পর নিজেদের আড়াল করতেই ওই কিশোরীকে শ্বাসরোধ করে মারা হয়েছে। দেহ বিকৃত করতে দুচোখ নির্মম ভাবে উপড়ে, জিভটিও কেটে ফেলা হয়। তবে, শ্বাসরোধ করে মারার আগে এ ভাবে অত্যাচার করা হয়েছিল নাকি মৃত্যুর পরে জিভ কেটে চোখ ওপড়ানো হয়েছিল, এ নিয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। জেলা পুলিশের প্রধান জানান, কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশকর্তা জানান, দুই অভিযুক্তকে এর মধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। সেইসঙ্গেই জাতীয় নিরাপত্তা আইনে পৃথক একটি মামলা দায়ের হয়েছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন