শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে করোনায় আক্রান্ত আরো ৭০, ২৪ ঘন্টায় মৃত্যু নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১:০৫ পিএম

গতকালও একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৭০ জন সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে করোনায় যাননি মারা কেউ। গতকাল পজিটিভ শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে সিলেট ৪৬, সুনামগঞ্জে ২ ও মৌলভীবাজারে ২২ জন। গতকালের ৭০ জনকে নিয়ে সিলেটে আক্রান্তের সংখ্যা এখন ৯৩৬৯ জন। এর মধ্যে ৪৫০০ জন হয়ে উঠেছেন সুস্থ। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র মতে, আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্ত ৯৩৬৯ জনের মধ্যে সিলেট ৫০০৫, সুনামগঞ্জে ১৭৫০, হবিগঞ্জে ১৩৭২ ও মৌলভীবাজার ১২৪২ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ভর্তি আছেন হাসপাতালে ১৫৬ জন। এর মধ্যে সিলেটে ৬৭, মৌলভীবাজারে ২২, হবিগঞ্জে ৫১ ও সুনামগঞ্জে ১৬ জন। এদিকে, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫৮ জন। এর মধ্যে সিলেটে ১০, ও মৌলভীবাজারে ৮, সুনাগঞ্জে ২৬ ও হবিগঞ্জে ১৪ জন। আর এ পর্যন্ত ৪৫০০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৫০১, মৌলভীবাজারে ৭৫০, সুনামগঞ্জে ১৩৪২ ও হবিগঞ্জে ৯০৭ জন । বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১৭২৭৪ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৬৭৫ জনকে। বর্তমানে ৫৯৯ জন অবস্থান করছেন হোম কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৩৪৪, মৌলভীবাজারে ১০০, সুনামগঞ্জে ১১৪ ও হবিগঞ্জে ৪১ জন। আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন ৪০০ জন বিভাগের। এর মধ্যে সিলেটে ৮৩, মৌলভীবাজারে ১১৩ সুনামগঞ্জে ৫০ ও হবিগঞ্জে ১৫৪ জন। এদিকে, বিভাগে গতকাল মারা যাননি কেউ করোনায়। সিলেটে মৃত্যুর সংখ্যা ১৭০। এর মধ্য সিলেটে ১২২, মৌলভীবাজারে ১৮ সুনামগঞ্জে ১৯ ও হবিগঞ্জে ১১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন