শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এনআইডি ডিজিসহ ইসিতে করোনা আক্রান্ত ৭৯ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয়। এরপর থেকে বেড়ে চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়েছেন দেশের নানা পেশার মানুষ। এর থেকে বাদ যাননি নির্বাচন কমিশনে (ইসি) কাজ করা কর্মকর্তা-কর্মচারীরাও। এ পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ সংস্থাটির ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ইসি। গতকাল মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে রয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সাইদুল ইসলামসহ মোট ৫৮ জন রাজস্ব খাতের কর্মকর্মতা-কর্মচারী। আর বাকি ২১ জন আউটসোর্সিং খাতের জনবল। করোনায় আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাকিরা নিজ নিজ বাসায় হোমকোয়ারেন্টাইন আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে কেউ মারা যাননি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন