রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জোড়া খুনের আসামিকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

বিএনপি নেতা মামুনুর রশীদ এবং মীন তারিন সাথী হত্যা মামলার আসামি নূর মোস্তফা লাবুর জামিন দেননি হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ জামিন আবেদনটি খারিজ করে দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আখতার রসূল। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
বশিরউল্লাহ জানান, ২০১৭ সালের ২৯ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার জসিম বাজার দোলাপাড়া মহল্লার একটি ভাড়া বাড়িতে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দিনাজপুর, পার্বতীপুর সরকারপাড়া গ্রামের মামনুর রশিদ (৩৫) এবং পোড়াভিটা গ্রামের মহেবুল ইসলামের মেয়ে সাথীকে (২৭)। তারা দু’জন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন। এছাড়া মামনুর রশিদ পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তেল ব্যবসায়ী।
সাথী রংপুরের একটি কলেজে অনার্সের শিক্ষার্থী। এ ঘটনায় মামুনের বড় ভাই আব্দুর রশীদ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন জানান আসামি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন