শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য করতে কনভেনশন করবে জেএসডি

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণকে নিয়ে জাতীয় কনভেনশন আহŸান করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
গতকাল গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মÐলীর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলটির সহ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।
সভার প্রস্তাবে বলা হয়েছে, সরকার সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐকমত্যকে জাতীয় ঐক্য হিসেবে চালিয়ে দিচ্ছে। অন্যদিকে বিএনপি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির জোটে অবস্থান নিয়ে ইঁদুর-বিড়ালের খেলার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এ অবস্থায় এ দুই দলের মাধ্যমে জাতীয় ঐক্য সম্ভব নয়। তাই সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণকে নিয়ে জাতীয় কনভেনশন আহŸান করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
এ লক্ষ্যে এরই মধ্যে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ শুরু করেছেন। সভায় কনভেনশনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য সম্পাদকদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়।
দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র সহসভাপতি এমএ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আশীষ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক এসএম আনছার উদ্দিন, অ্যাড. বেলায়েত হোসেন বেলাল, অ্যাড. বিকাশ চন্দ্র সাহা, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, মতিউর রহমান মতি, আনোয়ারুল কবির মানিক, আমির উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন