মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ৭০ ভাগ করোনা শয্যা খালি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

চট্টগ্রামে ফাঁকা হয়ে যাচ্ছে করোনা হাসপাতাল। বেশির ভাগ রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন। ফলে খালি পড়ে আছে সরকারি বেসরকারি হাসপাতালের ৭০ ভাগ করোনা শয্যা। আইসোলেশন সেন্টারগুলোও এখন রোগীশূন্য। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে করোনা রোগী ভর্তি ছিলেন ১৯৬ জন। বাসায় চিকিৎসা নিচ্ছেন ৮০৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আইসিইউসহ বেশির ভাগ শয্যা এখন খালি। সংক্রমণ কমে আসছে। আবার জটিল কোন সমস্যা না হলেও আক্রান্তরা হাসপাতালে আসছেন না। ফলে শয্যা খালি থাকছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিগত ২৬ মার্চ থেকে এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ৭০ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ হাজার ২১৫ জনের। তাদের মধ্যে ১১ হাজার ৪৮৮ জন পুরুষ এবং চার হাজার ৭২৭ জন মহিলা। গতকাল আরো দুই জনসহ এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫৫ জন। হাসপাতালে সুস্থ হয়েছেন দুই হাজার ৬৯২ জন। বাসায় থেকে সুস্থ আরো আট হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১১ হাজার ১৪৯ জন। সুস্থতার হার ৬৯ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন