মৌলভীবাজার বিএমএ’র সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এবং মৌলভীবাজার ম্যাটস’র প্রিন্সিপাল ডা. সৈয়দ আক্তার হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি ১ সপ্তাহ আগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথি এলাকার বাসিন্দা। ২০০৯ সালে সরকারি চাকুরি থেকে অবসরে যাওয়ার পর তিনি নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারের অতিথি শিক্ষক এবং মৌলভীবাজার ম্যাটস’র প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে এই চিকিৎসক এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খার পাড়ায় তার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন