রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শিপ্রার ব্যক্তিগত ছবি পোস্ট দেয়া দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রিট খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১১:১৫ পিএম

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি পোস্টকারী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা রিট উত্থাপিত হয়নি-মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো.খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। গত ১৬ আগস্ট জনস্বার্থে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। রিটে ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উসকানিমূলক বক্তব্য দেয়ায় সাতক্ষীরার এসপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চওয়া হয়। মন্ত্রিপরিষদের সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রিটে বলা হয়,শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে যে মন্তব্য করা হয়েছে,তা সম্পূর্ণ অবৈধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ২১ আগস্ট, ২০২০, ৭:০৯ এএম says : 0
হাইকোর্টের শিপ্রা দেবনাথকে নিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের বিরুদ্ধে করা রীট খারিজের সাথে সাথে মামলার গুরুত্ব কমে এসেছে এটাই বুঝা যাচ্ছে এই সংবাদে। নিন্দুকেরা বলছেন পুলিশের এখন পোয়াবার তারা এমনিতেই ধরা ছোয়ার বাইরে কাজেই এখন সেটাকে আরো পাকাপোক্ত করবে পুলিশ বাহিনি। পুলিশই বাংলাদেশের রাজা এটাই এখন সর্বক্ষেত্রে প্রমাণিত করতে পুলিশেরা তোড়জোড় করে চলছে। নিন্দুকেরা বলছেন পুলিশের নিয়ন্ত্রকও পুলিশের হাতের পুতুল সেজে আছেন কাজেই এখন একমাত্রই আল্লাহ্‌ ছাড়া আর কেহই বাংলাদেশের পুলিশকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। কাজেই এখন বাংলাদেশের প্রতিটি উপাসনালয়ে আল্লাহ্‌র নিকট দোয়া চাইতে হবে আল্লাহ্‌ যেন বাংলাদেশের পুলিশকে নিয়ন্ত্রণে আনার ব্যাবস্থা করেন যেমনটা আল্লাহ্‌ ’৭১ সালে করেছিলেন। আমিন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন