বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাইকোর্টে রিট খারিজ ভূজপুর ইউপি নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

অবশেষে ফটিকছড়ির ভূজপুর ইউপি নির্বাচনের আইনি বাধা অপসারিত হলো। প্রত্যাহার হলো স্থগিতাদেশ। খারিজ হয়ে গেল রিট পিটিশন। জানা যায়, দেশব্যাপী সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ৩য় পর্যায়ে ফটিকছড়ি উপজেলায় অন্যান্য ইউপির সাথে ভূজপুর ইউপি নির্বাচন হওয়ার দিন-তারিখ নির্ধারিত ছিল গত ২৩ এপ্রিল। নির্বাচনী সিডিউল মতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় এবং নির্বাচনী প্রচারণা একেবারে শেষপ্রান্তে পৌঁছে। ঠিক এমনি সময়ে মানিকছড়ির যোগ্যাছোলা এবং ফটিকছড়ির ভূজপুর ইউপির সীমানা পুনঃনির্ধারণ বিরোধ থাকার অজুহাত দেখিয়ে ভূজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (মেম্বার) আব্দুল হামিদের দায়েরকৃত একটি রিট পিটিশনের (৫০০৯/২০১৬) পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ গত ১৯ এপ্রিল এক আদেশ বলে ভূজপুর ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করে দেন। এতে এলাকাবাসী ও প্রার্থীদের মধ্যে চরম হতাশা নেমে এলে নির্বাচনে অন্যতম প্রার্থী ও গত দু’বারের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরী উক্ত রিট পিটিশনে দরখাস্তযোগে প্রতিদ্বন্দ্বী (রেসপন্ডেন্ট) হিসেবে অন্তর্ভুক্ত হয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন দাখিল করেন এবং রিট পিটিশনের বিরুদ্ধে লিখিত আপত্তি (এফিডেভিট-ইন-অপজিশন) দাখিল করেন। তার পক্ষে দরখাস্তগুলো দাখিল এবং দু’দফা শুনানি করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন