কিশোরগঞ্জে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. এম. রুহুল কুদ্দুস ভূঁঞার ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করা হয়।
জেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে হয় উপস্থিত ছিলেন, নিকলী উপজেলার চেয়ারম্যান এ. এম. রুহুল কুদ্দুস ভূঁঞা, নিকলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হাবিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, নির্বাচনে আমার কাছে যারা পরাজিত হয়েছিল, তারাই আমার গাড়ি ভাঙচুর এবং মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৬ জুলাই নিকলী উপজেলার চেয়ারম্যান হামলার শিকার হয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন