শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভূরুঙ্গামারী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ কতৃক ২বাংলাদেশী আটক

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ২:৩৪ পিএম

ভূরুঙ্গামারীর ময়দান সীমান্তে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। অটককৃতরা পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর পুত্র রাজমিস্ত্রী শামীম হোসেন(২৬) ও মোঃ হামিদুল ইসলামের পুত্র শাহজালাল মিয়া (১৭)
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ১২ টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের নিকট কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের পুত্র নাজির হোসেনের বাড়ির গেট বানানোর জন্য বাংলাদেশ থেকে রড,সিমেন্ট সহ অন্যান্য মালমাত্রা নিয়ে কাজ করতে গেলে ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ বাংলাদেশী অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি থেকে ঐ বাংলাদেশী দুজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় ।
বিজিবি’র ২২ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কঃ জামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অবৈধ অনুপ্রবেশের পর দুইজন বাংলাদেশীকে গ্রেফতারের বিষয়টি আমরা জেনেছি এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যাযনি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন