কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর দুইপাশে চোরাই কাঠ দিয়ে নির্মিত হচ্ছে অর্ধশতাধিক ইঞ্জিনচালিত নৌকা। এসব চোরাই কাঠ সংগ্রহ করা হচ্ছে কক্সবাজার উত্তর বন বিভাগের মেধাকচ্ছপিয়া, খুটাখালী ও ফাঁসিয়া খালী রেঞ্জের বিভিন্ন বিট থেকে মূল্যবান বৃক্ষ কেটে।
চকরিয়া উপজেলার কৈয়ারবীল, শাহারবিল বদরখালী পূর্ব বড় ভেওলা, পশ্চিম ভেওলা, খুটাখালী, ডুলহাজারাসহ মাতামুহুরী নদীর উভয় পাশে চরে। কক্সবাজার উত্তর বনবিভাগের অসাধু কর্মকর্তা, কর্মচারীরা বোট মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা উৎকোচ নিয়ে চোরাই কাঠ সরবরাহ করে বোট নির্মাণে সহযোগিতা করছে বলে স্থানীয়দের অভিযোগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন