শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিপাকে যমুনা সার কারখানা

নিম্ন মানের আমদানি করা সার

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

মান খারাপ হওয়ায় আমদানি করা অর্ধ লাখ টন সার নিয়ে বিপাকে পড়েছে যমুনা সার কারখানা।
ডিলারদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, আমদানি করা সারের মান খারাপ হওয়ায় গত শনিবার থেকে ডিলাররা ঐসব সার নেয়া বন্ধ করে দিয়েছে। তারা বলছেন, আমদানি করা সার একে তো নিম্ন মানের সাথে বস্তা গুলো ছেড়া-ফাটা। ফলে গ্রাহকরা প্যাকেট দেখেই নিতে আপত্তি জানায়। আর এ সার বিক্রি করতে না পেরে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। কারখানার একটি সিন্ডিকেট বিদেশ থেকে নিম্ন মানের এসব সার আমদানি করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। ফলে সরকারের বছরে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।
কারখানার সার বিক্রয় বিভাগের কর্মকর্তা ওয়ারেজ আলী মামুন জানায়, চলতি মাসে ডিলারদের মাঝে ৪১ হাজার ৮৫১ টন সার বিতরণের জন্য বরাদ্ধ দেয়া হয়। আর এতে প্রতি ডিলার পায় ১২ টন করে। এই ১২ টনের মধ্যে কার নিজস্ব সার ৯ টন ও আমদানী করা সার থাকে ৩ টন। আমদানী করা সার ডিলারদের মাঝে বিতরণ বাধ্যতামূলক করে দিয়েছে কর্তৃপক্ষ।
আমদানি করা সারে ডিলারদের অভিযোগ ও অনীহার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুজিদ মজুদার। কারখানার ডিলারসহ স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন