শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে মৃত্যুর মিছিল থামছে না নতুন আক্রান্ত ৮৭ সুস্থ হয়েছেন ৫,৩৭৮ জন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৩:২৫ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আরো একজন সহ চলতি মাসের ২৩ দিনে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে ৩০ জনের মৃত্যু হল। ফলে এ অঞ্চলের ছয় জেলায় মোট মৃত্যুর সংখ্যাটা দেড়শ ছুতে চলেছে। সোমবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মোট আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে ৭ হাজার ১৮৪ জনের মধ্যে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হার ২.০৫%। তবে গত ২৪ ঘন্টায় নতুন ৮৭ জন সহ ৫ হাজার ৩৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
এদিকে আগের দিনের তুলনায় নমুনা পরিক্ষার সংখ্যা কিছুটা বৃদ্ধির সাথে সনাক্তের সংখ্যাও বেড়েছে। সোমবার সকাল পর্যন্ত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যবে আগের দিনের ৮৮’র স্থলে ২১১ জনের নমুনা পরিক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১.৫৭%। অপরদিকে ভোলা হাসপাতালের ল্যাবে ৩৬ জনের নমুনা পরিক্ষায় ৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বিভাগের ৬ জেলায় গড় আক্রান্তের হার ১৮.৮৯%।
এদিকে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার সকাল পর্যন্ত ৪০ জন, আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন এবং আইসিইউ’তে ৬ জন চিকিৎসাধীন ছিল। যা আগের দিনের তুলনায় ৩ জন কম।
সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১০ জন থেকে ১৪ জনে উন্নীত হয়েছে। তবে কোন মৃত্যু ছিলনা। আগের দিনে জেলার বানরীপাড়াতে একজনের মৃত্যু হয়। জেলাটিতে এপর্যন্ত রেকর্ড ৫৬ জনের মৃত্যু ও ২,৯৭৫ জন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে বলে জানা গেছে। যার প্রায় ৮০ ভাগই বরিশাল মহানগরীতে।
পটুয়াখালীতেও আক্রান্তের সংখ্যা আগের দিনের দুজন থেকে ১১জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ১,২৫৫ জনের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠীতে আগের দিন কোন আক্রান্ত না থাকলেও সোমবার জেলার রাজাপুরে একজনের মৃত্যু ও নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। ফলে জেলাটিতে এ পর্যন্ত ৬০৩ জন আক্রান্তের মধ্যে ১৪ জনেরই মৃত্যু ঘটেছে। ভোলাতে সোমবারও আক্রান্তের সংখ্য অঅগের দিনের ৪ জনের সমনাই রয়েছে। ফলে জেলাটিতে এ পর্যন্ত মোট ৬৩৩ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সনাক্ত ও মৃত্যুর হারে ভোলাই সর্বনি¤েœ।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ১ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হবার ফলে মোট সংখ্যাটা ৮৯১ জনে উন্নীত হল। এরমধ্যে ১৯জনের মৃত্যু হয়েছে। বরগুনাতেও এ সময়ে নতুন একজন কোভিড-১৯ রোগী সনাক্ত হবার ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৮০৮জনে। জেলয় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন