ফেনী জেলা সংবাদদাতা : গত শুক্রবার ফেনীর প্রবীণ সাংবাদিক আবদুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজেনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন। ইউনিটি সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শুকদেবনাথ তপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি শাহজালাল রতন, ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান খান, ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, পাক্ষিক মসিমেলার সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, ৭১ টিভি সংবাদদাতা জহিরুল হক মিলু, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক এম.এ জাফর, দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা নিজাম উদ্দিন, দি এশিয়ান এইজ প্রতিনিধি শাহাদাত হোসাইন, কালের সময় সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক আবদুল হকের ছেলে ও দৈনিক ইনকিলাবের ফেনী জেলা প্রতিনিধি ওমর ফারুকসহ কর্মরত সাংবাদিকরা তার বাবার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন আবদুল হক ফেনীর সাংবাদিকদের অনুকরণীয় আদর্শ। মেয়র আবদুল হকের নামে ফেনী পৌরসভায় একটি রাস্তার নামকরণের ঘোষণা দেন।
এছাড়া ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর সাথে আলোচনা করে আবদুল হকের বাড়ীর রাস্তার উন্নয়ন ও নামকরণে সিদ্ধান্ত নিবেন বলে জানান। স্মৃতিচারণ শেষে আবদুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন