রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরকারি চাল উদ্ধার

আটক ২

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার শহরের চাল বাজারে সরকারি ১১৭ বস্তা (সাড়ে তিন মেট্টিক টন) ভিজিডি’র চাল উদ্ধার এবং দুই ব্যবসায়িকে আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মাহবুবা হক এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গতকাল উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে তালিকাভূক্ত ও কার্ডধারী ৩১৫ সুবিধাভোগীর মাঝে চলতি আগস্ট মাসের ভিজিডি’র চাল বিতরণ করা হয়। কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে চাল ব্যবসায়িদের নিকট বিক্রি করে। এর মধ্যে কামাল হোসেন নামের এক ব্যবসায়ী ১১৭ বস্তা চাল কিনে তার গুদামে মজুদ করেন। খবর পেয়ে বিকেলে পুলিশের সহায়তায় তালা ভেঙে চাল জব্দ এবং গুদাম সিলগালা করে দেন। এর পর ঘটনাস্থল থেকে গুদাম মালিক কামাল হোসেনের ছেলে শিবলু হোসেন ও আকতার ফারুক নামের দুইজনকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন