প্রঃ আমি বিবাহিত। বয়স ৪৪। দীর্ঘদিন যাবত আমার ঘাড়ে অনেক আঁচিল হয়েছে। তাছাড়া বোগলেও কয়েকটি আঁচিল দেখা দিয়েছে। এগুলো কি দেহের জন্য ক্ষতিকর? এগুলো কি নিরাময় যোগ্য?
-জাফর, উত্তরা, ঢাকা।
উঃ আঁচিল একটি প্রি-ক্যান্সারাস ভাইরাস বাহিত রোগ। সঠিক সময়ে এটি নির্মূল করা না হলে ত্বকের ক্যান্সার হতে পারে। তবে এতে কোনো ভাবনা নেই। কারণ- লেজার/রেডিও সার্জারির মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব।
প্রঃ আমি বিবাহিত। বয়স-৫১। বর্তমানে আমার সেক্স এর প্রতি অনীহা। অথচ আমার স্ত্রীর বয়স কম হওয়ায় প্রচুর সেক্স আছে। এতে আমি হতাশ। কারণ, আমার লিংগের উত্থান হচ্ছে না। এ অবস্থায় আমি কি করবো?
-মেফতাহুল, সাতকানিয়া, চট্টগ্রাম।
উঃ আপনার সমস্যাটি সম্ভবতঃ পুরুষত্বহীনতা। বর্তমানে চিকিৎসায় সমস্যাটির সফল স্বার্থক চিকিৎসা সম্ভব। এতে কোনো পার্শ্ব ক্রিয়া নেই বললেই চলে।
প্রঃ আমি অবিবাহিতা। বয়স ১৭। আমার মুখে অনেক ব্রণ। ওষুধ খেয়েছি। ভালো হচ্ছে না। এ থেকে কিভাবে পরিত্রাণ সম্ভব।
-লুবনা, বলাখাল, হাজীগঞ্জ।
উঃ বর্তমানে কসমেটিক সার্জারি রেডিও সার্জারি মাত্র এক সেশন চিকিৎসায় কোনো পার্শ্ব-ক্রিয়া ছাড়াই ব্রণ নির্মূল করা সম্ভব।
প্রঃ আমি বিবাহিতা। বয়স ২৫। আমার মাথায় খুশকীসহ সারা গায়ে খুব চুলকানি হচ্ছে। দেহে র্যাশ হচ্ছে। এতে আমি বেশ কষ্ট পাচ্ছি। আমি দ্রুত এ অবস্থা হতে মুক্তি চাই।
-মিসেস মরিয়ম বেগম, গুলবাগ, ঢাকা।
উঃ আপনার রোগটির নাম সম্ভবতঃ ‘সেবোরিক ডারমাটাইটিস’। চিকিৎসায় রোগটির নিয়ন্ত্রণ সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন