শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

শরীরের প্রতিটি অঙ্গের মারাত্মক ক্ষতি করে করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১০:৪০ এএম

করোনাভাইরাস থেকে যারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন তারা নানা ধরণের রোগে ভুগছেন। এমনকি তারা শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়েও পড়েছেন। কারণ হিসেবে জানান করোনাভাইরাস শরীরের মারাত্মক ক্ষতি করে।
সংক্রমণ মৃদু, মাঝারি বা জটিল, যে ধরনেরই হোক না কেন করোনা ভাইরাসের আক্রমণে শরীরের প্রতিটি অঙ্গ নীরবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি করোনা সংক্রমণের ভেতর লুকিয়ে আছে ভবিষ্যতে বড় ধরনের হৃদরোগের সম্ভাবনা। কারণ ভাইরাসটির আক্রমণে হৃৎপি-ও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়।

গত বুধবার এক গবেষণা রিপোর্টে এমনটিই জানিয়েছে ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস)। প্রতিষ্ঠানটির চিকিৎসক রণদীপ গুলেরিয়া, ডা. এমভি পদ্মা শ্রীবাস্তব, ডা. অম্বুজ রায়, ডা. নীরজ নিশ্চল এ গবেষণা করেন। ভারতীয় নীতি আয়োগের উদ্যোগে দেশটির ন্যাশনাল ক্লিনিক্যাল গ্রান্ড রাউন্ডে এ বিষয় নিয়ে বুধবার পুঙ্খানুপুঙ্খ আলোচনাও চলে।

ড. গুলেরিয়া বলেন, ‘করোনা নিজের চরিত্র বদলাচ্ছে। প্রতিদিনই কিছু না কিছু নতুন উপসর্গ ধরা পড়ছে। একেক রোগীর একেক রকম উপসর্গ চোখে পড়ছে। প্রথমে ভাইরাল নিউমোনিয়া ভাবা হয়েছিল একে। পরে তা বিরাট আকার ধারণ করে। তাই এখনো করোনা নিয়ে গবেষণা শেষ হয়নি। শুধু ফুসফুস নয়, শরীরের অনেক অংশেই প্রভাব ফেলছে করোনা এবং তা দীর্ঘস্থায়ীও হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন