এবার করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত, সচিব ও সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর করোনায় আক্রান্ত হয়েছেন। নূর মোহাম্মদ এমপি বর্তমানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বাসায় এবং তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নূর মোহাম্মদ এমপির ব্যক্তিগত সচিব মামুনুর রহমান মামুন তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব নূর মোহাম্মদ গত কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনার উপসর্গ দেখা দিলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। শুক্রবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
এমপির ব্যক্তিগত সচিব (পিএস) সংবাদ মাধ্যমকে জানান, স্বাস্থ্যবিভাগ থেকে শুক্রবার এমপি স্যার করোনা পজেটিভের রিপোর্ট হাতে পেয়েছেন। তিনি এখন নিজ বাসায় পরিবারের অন্যদের থেকে আলাদা রয়েছেন। করোনা থেকে সুস্থতার জন্য স্যার সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন