ভারতে পাচারের প্রাক্কালে যশোর বিজিবি সীমান্তের বেনাপোলের সাদিপুর থেকে প্রায় কোটি টাকার স্বর্ণসহ এক মহিলাকে আটক করেছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারি স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭টি সএর্ষর বারসহ ০১ জন মহিলাকে বিজিবির টহল দল শুক্রবার রাতে আটক করে। তিনি জানান, বেনাপোল বিওপি’তে কর্মরত নায়েক মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় ভারতে পাচারের প্রাক্কালে স্বর্ণসহ মোছাঃ বানেছা খাতুন (৪৫) নামে পাচারকারিকে আটক করা হয়। তার বাড়ি বেনাপোলের সাদিপুর গ্রামে। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য পাঁচ কোটি সত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন