শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাংলাদেশকে চীনের ১০০ মিলিয়ন ডলার ঋণ

করোনা প্রতিরোধ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

করোনা মোকাবিলায় চীনের এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। গত শুক্রবার এই ঘোষণা দেয়া হয়। এআইআই এর বার্তায় বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, ট্রেসিং ও চিকিৎসাসেবা তথা করোনা মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়াতে এই ঋণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআই ঘোষিত ১৩ বিলিয়ন ডলার তহবিলের অংশ হিসেবে এই ঋণ দেয়া হচ্ছে। গত মে মাসে ব্যাংকটি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন