শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

লাগামহীন হতে পারে বাংলাদেশের করোনা পরিস্থিতি

ল্যানসেটের প্রতিবেদন-

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশে করোনা পরিস্থিতি লাগামহীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটের এক প্রতিবেদনে। বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ এশিয়ান বিষয়ক লেখিকা সোফি কাজিন্স তার প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা এখনও আসেনি। এতে বলা হয়, একদিকে বর্ষা। অন্যদিকে ডেঙ্গু। এর মধ্যে আবার করোনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশজুড়ে লাগামহীনভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
ল্যানসেটের প্রতিবেদনে করোনা পরীক্ষার জন্য সরকার যে ফি নির্ধারণ করেছে তার সমালোচনা করা হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার দ্য ল্যানসেটকে বলেন, এই মহামারি বাংলাদেশের ‘অনৈতিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে’ উন্মোচিত করেছে।
ঢাকার কয়েকটি কবরস্থান ঘুরে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেছেন তালুকদার। কবরস্থান পরিচালনাকারীরা তাকে বলেছেন, সরকারি হিসাবের চেয়ে দেশে চারগুণ বেশি মৃত্যু হচ্ছে। অনেকে উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, কিন্তু করোনা পরীক্ষা হয়নি।
ঢাকার আরেকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে দ্য ল্যানসেটকে বলেন, সাড়ে ১৬ কোটি মানুষের দেশে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার টেস্ট হচ্ছে, এটি আসলে কিছুই না। ওই চিকিৎসক শঙ্কা প্রকাশ করে আরো বলেন, এই মহামারি আরো অনেক দিন থাকবে। আমি ভয় পাচ্ছি শীত আসলে কী হবে। মানুষও ভয় পাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Md Nazrul Islam ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৪ এএম says : 0
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন
Total Reply(0)
Sanaullah Ashiki ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৬ এএম says : 0
পরিস্থিতি ভয়াবহতার দিকে,, এই মুহূর্তে প্রয়োজন প্রতিটি নাগরিকের করোনা পরিক্ষা করা,তাই সরকারি- বেসরকারি সব হসপিটালে কিট দিন
Total Reply(0)
Arman Hossain ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৭ এএম says : 0
কথা সত্য বলেছেন। করনো পরিস্তিতি আরও ভয়াভহো হতে পারে।
Total Reply(0)
Hoor Naher ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৭ এএম says : 0
আসুক ঝড়ো হাওয়া,এই মরা জীবন উঠুক কেপে কেপে,ভয় ভাবনা হীন।সেই জীবন দিএই মরা গড়বো নতুন দিন।
Total Reply(0)
Afsana Era ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৯ এএম says : 0
লক ডাউন শিথিল তাই অনেকে ভুলতে বসছে পৃথিবীর অবস্থা খারাপ
Total Reply(0)
Md Rejaul Karim ৩০ আগস্ট, ২০২০, ১২:০১ পিএম says : 0
আন্তর্জাতিক গবেষকরা বলেন বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি লাগামহীন হতে পারে।।।। বাংলাদেশের স্বাস্হ্যের মন্ত্রী বললেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে যেকোন সময়ে খতম।।। পরিস্থিতি যাহাই হোক আল্লাহর নিকট আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করার বিকল্প রাস্তা নেই।। দোয়াকরি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন।।। দোয়াকরি আল্লাহ যেন সবাইকে জাহেলী মন্তব্য পরিহার করার তৌফিক দান করেন।।।।
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ৩০ আগস্ট, ২০২০, ৯:১৪ পিএম says : 0
এই খবরটা পড়ার পর মনটা খুবই খারাপ হয়েগেল। আমি আগামী অক্টোবর মাসে দেশে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম আর সেই মুহূর্তে এই খবরটা আমাকে মর্মাহত করেছে। ১৯৮৮ সালে বাংলাদেশের পরিস্থিতির কারনে দেশ ত্যাগ করে সুদুর কানাডায় চলে আসি এবং স্থায়ী ভাবে বসবাস শুরু করি। এরপর ১৯৯৬ সালের পর দেশের অবস্থার পরিবর্তন শুরু হলে দেশে ফেরার ইচ্ছা হয়। কিন্তু আবার ২০০১ সালে জামাত ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের উপর আবার ষ্টীমরোলার চালাতে শুরু করলে দেশে ফিরা হয়না। যদিও দেশের টানে প্রতিবছর ৫/৬ মাস এখন দেশেই থাকি। এবারও সেই নিয়ম মতো অক্টোবর মাসে দেশে যাবার কথা আর ফেরের কথা আগামী বছর মার্চ মাসে। কিন্তু দেশের এই অবস্থায় আমার মেয়েরা আমাকে আর যেতে দিবেনা। মনটা ভীষন ভাবে খারাপ হয়েছে। আল্লাহ্‌র কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে সহ সবাইকে করোনা মহামারী থেকে রক্ষা করেন। আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন